ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি। ঢাকা ওয়াসা বিল সংগ্রহে ৪র্থ বারের মতো ১ম অবস্থান অর্জন করেছে


First Security Islami Bank Ltd. Achieved 1st Position for the 4th Time in Collecting Dhaka WASA Bill ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি। ২০২১-২০২২ অর্থবছরে বিল সংগ্রহের জন্য ঢাকা ওয়াসা কর্তৃক নির্বাচিত ৩৪টি ব্যাংকের মধ্যে সর্বোচ্চ বিল সংগ্রহের জন্য ১ম স্থান অর্জন করেছে। এটি ঢাকা ওয়াসার বিল সংগ্রহে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের জন্য টানা ৪র্থ বারের মতো প্রথম অবস্থানে রয়েছে। 16 মার্চ 2023 তারিখে ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে ঢাকা ওয়াসা বিল কালেকশন অ্যাওয়ার্ড শীর্ষক একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং প্রধান অতিথি জনাব মোঃ তাজুল ইসলাম, এমপি, মাননীয় মন্ত্রী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন। জনাব সৈয়দ ওয়াসেক মোঃ আলীর কাছে, ব্যবস্থাপনা পরিচালক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশের কম্পট্রোলার ও অডিটর জেনারেল জনাব মোহাম্মদ মুসলিম চৌধুরী, স্থানীয় সরকার বিভাগের সচিব জনাব মোহাম্মদ ইব্রাহিম, প্রকৌশলী ড. বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান গোলাম মোস্তফা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইঞ্জি. তাকসেম এ খান, ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা ওয়াসা। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক যে কোনো FSIBL শাখা-সাব শাখা এবং মোবাইল অ্যাপ FSIBL ক্লাউডের মাধ্যমে বাস্তব সময়ের ভিত্তিতে ঢাকা ওয়াসার বিল গ্রহণ করে।